অন্ধ বিপ্লবী
- নীল কমল

আমাকে বিপ্লবের কথা বলো না, আমি বিপ্লবী নই
আমাকে প্রতিবাদ মিছিলে ডেকো না, আমি প্রতিবাদী নই
আমাকে যুক্তি দিয়ে মুক্ত করো না, আমি অন্ধবিশ্বাসী!

আমার পবিত্র ভূমি স্বাধীনের পর বন্ধ্যা হয়ে গেছে
নষ্টের বীর্যে সোনালি ফসল হয়ে গেছে ক্ষয়
মৃত শব চিৎকার করে, জয় বাংলার জয়!

এর চেয়ে ভালো, শুধু জীবনানন্দের কবিতা পড়ি
এর চেয়ে ভালো তবু, তোমার শরীর নিয়ে খেলা করি
গল্পের চেয়ে ভালো, সারা পৃথিবী ভ্রমণ করি!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।