আমি তো নিমিত্ত …
- সৌম্যকান্তি চক্রবর্তী

কখনো তোমার কোমল স্পর্শ
হৃদয়গহনে জাগায় হর্ষ ,
কখনো তোমার নিঠুর বাণী
করে আমায় বিমর্ষ ;
চিত্ত ব্যাকুল আকুল হৃদয়,
সে কথার দোলাচলে ;
সিক্ত চোখের রিক্ত ব্যথা
কত কথা যায় ব'লে !
আমি তো হায় নিমিত্ত শুধু ,
ভৃত্য তোমার প্রভু ;
কর্ম যেন করে যেতে পারি
ফল নাহি চাই কভু !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।