তোমার সুনজর
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমায় কি যে শোনাই
ওগো প্রিয়তমা -
তুমি দেখছ আমার দিকে -
তোমার সুনজর থাকলে
আমিও হবো না ফিকে !
আমি খুশি হই
তোমার হাসিমুখে !
দুঃখ হয় আমার
যদি থাকো তুমি দুখে !
তোমার বেদনায়
সামিল হয়েই
রাখবো তোমায় সুখে !
তোমার সুন্দর মুখ
কাড়ে আমার নজর !
সকাল সাঁঝের আর
রাখি না খবর !
সন্ধ্যাতে ও তোমায় ভাবি ;
সকালে ও দেখি তোমার ছবি !
আমার হৃদয়কোনে এসো -
চোখের আড়াল সয় না যে !
তুমি ছাড়া যে অপূর্ণ আমি ,
এই আমি আর রয় না যে !
Inspired from " Tujhe kya sunau main dilruba by rafi sahab "
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।