নাটকের তখন চলছিল মহড়া
- অরুণ কারফা

নাটকের তখন চলছিল মহড়া
চাতকে মত যে কিশোরটি বেচারা
কিশোরীর সঙ্গে বাক্যালাপের জন্য
কাতর হয়ে এতদিন ছিল একপায়ে খাড়া
এবার বলে উঠল হয়ে ধৈর্যহারা...
“রাধা তোমার লাগি দিব জীবন ত্যাগী”
“না কৃষ্ণ না, জীবন নিয়ে আমি করিনা কারবার
আগেও তোমাকে বলেছি একথা একশত চারবার”
(নিম্ন স্বরে বলল কিশোর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ওর)
“হ্যাঁ তা বলেছিলে বটে,
কিন্তু সে তো ছিল অন্য নাটক, নাম ভুলে গিয়েছি নিছক
আর তখন তো চাকরি ছিল না মোটে,
ভাবতাম কি করে নুন ভাত জোটে,
(এবার উচ্চ স্বরে বলল জোরে)
এখন তো আমার চারটে চালকল”
“ না বাপু না, ও রকম আমি দেখেছি অনেক জাঁতাকল
সেই তো হবে চুল বাঁধতে আর রাঁধতে খুঁড়িয়ে খঁড়িয়ে হাত পুড়িয়ে”
“না প্রিয়ে না, ভাত পুড়িয়ে নয় তুমি খাবে আলু পুড়িয়ে,
প্রয়োজনে আনব নৈনিতাল থেকে কুড়িয়ে”
“ আহা! কি শীতল! হিমালয়ের পাদতল!
নৈনিতালের নামে গেল হাড় জুড়িয়ে,
তা, সেখানে তো আছে অনেক পাহাড় নিশ্চয়?
চলনা সেখানে আমারে নিয়ে।”
“তুমি কি করবে সেখানে গিয়ে,
পাহাড় উঠিয়ে আমি আসব নিয়ে বগলে দাবিয়ে”
“মানে হনুমান যেমন এনেছিল গন্ধমাদন কাঁধে চড়িয়ে?
আরে, সে তো চিনতে পারেনি মৃতসঞ্জীবনী”
“ঠিক তাই, তুমিও তো রাই, জীবিত আমায় চিনতে পারনি
তাই বলছিলাম- তোমার লাগি দিব জীবন ত্যাগী”।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।