আমার স্বভাব
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমার স্বভাব

সৌম্যকান্তি চক্রবর্তী

যদি আমি কাজ করতাম
বোম্বে ডাইংয়ে -
সারাটা দিনই কবিতা লিখে
করতাম সময় ব্যয় !

আমি যদি কাজ করতাম
সরকারি অফিসে
বাংলা কবিতায় ঢুকে
লিখতাম মগজ ঘষে !

যদি হতাম ব্যবসায়ী
আর পেতাম না ভয় কাউকে ,
প্রবাসী হলে ও লিখতাম
যা ইচ্ছে হচ্ছে বুকে !

সরকারী চাকরিতে আছি -
বলতে পারি না কিছু !
রাষ্ট্রযন্ত্রের বিরূপ হলেই
অনিষ্ট নেবে পিছু !

আরো ব্যাপার হল বাপু
সময় বড়ই কম !
এই সময়ে লেখালেখির
পাই না খুঁজে দম !

তাই তো গুণগত মানের
অভাব হয়ে যায় !
প্রতিদিনই লেখা আমার
স্বভাব হয়ে যায় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।