দুইসময়
- আরিফুল হক দ্বীপ

কতো এনেছো?দাও দাও বের করো।
কাটিয়ে যাবে পুরোটা রাত?
মাল দেবো,অনেক করবো আদর,
বউয়ের মতো বেড়ে খাওয়াবো ভাত।
আমার মতো সুন্দরী মেয়ে
পাবে না কোথাও গেলে।
দাও দাও দেরী করো না আর,
বহু খদ্দের আছে বসে,
যদি থেকে যাও রাত
ফিরিয়ে দেবো তাদের তবে,
কি যুবকের মন মর্জি হবে??
.......................................
উপবাসী আমি,
একটাও মানুষ এখন পাই না আর।
কতো সস্তায় সাধি গতর,
মুখ ফিরিয়ে নিয়ে ওরা
কচি যুবতীর ঘরে যায়।
এখন আমি কোথায় যাবো?
কোথায় গেলে ভাত পাবো?
সুসময়ের আমার হলো পতন,
দুঃসময়ে কেউ নেইযে এখন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।