নগণ্য আমিও
- আরিফুল হক দ্বীপ

তুমি নগন্য হলে নগন্য আমিও,
বরং আমি অতি অতি নগন্য।
কারণ তুমি ভাতের জন্য দেহ দাও,
পেটের জ্বালা মেটাও।
আর আমি ভোগ করি তোমার আপাদমস্তক
পিপাসা মেটাই মনের।
তবু আমি সাধু পুরুষ
লোকেরা আমায় মাল্য পড়ায়,
তুমি হলে বেশ্যা
থুথু ছিটায় প্রবল ঘৃণায়।
সমাজের চোখে আমি ধোয়া তুলসী পাতা,
তুমি নর্দমা,নরকের খড়ি।
আমি দিনের আলোয় করে যাই তোমার নিন্দে
অথচ রাতের আঁধারে,তুমিই আমার আপন,
কুসুমের ঘ্রাণ,সুধার রাণী।
তবু আমি হইনাকো নগন্য,
তোমার মতো সমাজের চোখে
মিশে যাই সহজেই মানুষের সাথে,
অন্ধ সমাজ দেখে না আমায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।