মৌসুমী
- আরিফুল হক দ্বীপ

তোকে রোজ টাঙিয়ে রাখি দেয়ালে,
আমার নিত্য চলার মানিব্যগে-
ডায়েরীর পাতায়।
তোর ফটোগ্রাফ খুঁজতে প্রতিদিন,
ছুটেছি শহরে-
কিনে এনেছি রঙ্গিন ম্যগাজিন।
বন্ধুদের ঠাট্টা সয়েছি শত,
ঠাঁই দিয়েছি তবু তোকে মনের ক্যনভাসে।
তোকে দেখলেই বুঝি ম্লান চুকে যায় শীতের,
বৈশাখের কোন ঝড়ো হাওয়া এসে-
যেন ওলটপালট করে দেয় সমস্ত ইন্দ্রিয় আমার।

তোর ঠোঁটে বুঝি মধু,
এত নেশা কেন ও চোখে?
আজো যৌবন সেই কেয়ামত থেকে কেয়ামত।
ঠোঁট ভেদ করে আসা সফেদ দাঁতের সেই হাসি।
তোর বুকে বুঝি জাদু,
এত রুপ কেন ওই মুখে?
প্রতিরাতে ভেবে তোরে নিদ্রা আসে চোখে,
স্বপনে হারাই হাতের ছোঁয়ায় তোর-
ভেসে বেড়াই মেঘে মেঘে,
ভোর হলে চেয়ে দেখি,স্বপ্নে নেই তুই,
আছিস দেয়ালে তবু হৃদয় কাঁপানো হাসির মাঝে-
আমার স্বপ্ন নায়িকা মৌসুমী তুই।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।