পলাশ রাঙ্গা দিনে
- আরিফুল হক দ্বীপ

পলাশ রেঙ্গে যখন মুখরিত ফাল্গুন,
হেসেছিলি তুই পৃথিবীর বুকে এইদিনে-
.......................শুভেচ্ছা জন্মদিনে।

কাঁদিসনে শত পরাজয়ে,
ভীরুর মত শত অন্যায়ে নতজানু-
হতে দেখি নি কোনদিন।
.........ছুটে গেছিস বিপদে সবার কিংবা
ভেঙে পড়া মনে জ্বেলেছিস প্রদীপ-শিখা,
........................স্বান্তনা কিংবা অনুপ্রেরণায়।

তুই হাসতে পারিস,হাসাতে পারিস
ক্লাশে কিংবা মিটিংয়ে,
অথবা চা স্টলে রেস্টুরেন্টে
................বন্ধুদের আড্ডায়।

ক্যম্পাসে তুই প্রিয়মুখ,
ক্রীড়াঙ্গনে তুই প্রিয়মুখ।
................বিকেলের রোদ
তুই প্রভাতের সুখ।

লিখবো যত,পাবো ততো বন্ধু,অখন্ড তোর গুণ,
শুভেচ্ছা জন্মদিনে,পলাশ রাঙ্গা আজ ফাল্গুন।।
১৭/২/১৫(ময়মনসিংহ)
(রুমমেট পলাশের জন্মদিনে লেখা কবিতা)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।