প্রেমের প্রত্যাশা
- সৌম্যকান্তি চক্রবর্তী

এক পশলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুত সহ !
অসহ্য দহনে যেমন অর্থবহ -
আমার কাছে তোমার উপস্থিতি ,
তেমনই আনে জীবনে একটা স্থিতি ;

জীবনের মরুভূমি রুক্ষ্মশুষ্ক প্রায় ,
তোমার অবস্থিতি ভীষণভাবে চায় ;
পরিস্থিতি অহিনকুল , প্রাণ পরিশ্রান্ত ,
ভীষণ ক্লান্ত মন , পথে দিকভ্রান্ত ;

পথ দেখাবে অপেক্ষার সময় ,
মনে পুঞ্জীভূত আশা !
উদ্বেলিত হৃদয়ে আজ -
প্রেমের প্রত্যাশা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।