নর্তকী
- আরিফুল হক দ্বীপ

কিশোর কয় হাঁটু দেখাও,
বুড়ো কয় উড়ু দেখাও,
আর যোয়ান কয় দেখাও বুক।
নর্তকী দেখায় সব।
উড়ু দেখায়,
বুক দেখায়,
নিতম্বের নৃত্য দেখায়,
নয়তো ভাত নাই।
স্বামী পেটাবে,মদ কই?
কাঁদবে শিশু,ভাত কই?
সবার হাসি ফুটাতে
নর্তকী নেচে যায় উন্মাদ,
শরমের নিকুচি করে-
লোকেদের মেটায় সাধ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।