তোমাকে আগুন ভেবে
- আরিফুল হক দ্বীপ

তোমাকে আগুন ভেবে থেকেছি সদা দূরে
তুমি ছিলে কতটা অমিয়ধারা,
শীতল হাওয়ার মেয়ে-
জানতে পারিনি কোনদিন।
তোমাকে জানতে পেরেছি বহুদিনপর।
তখন তুমি সায়াহ্নে জ্বালাও
কারো ঘর ভালোবেসে।
সাজাও ফুল বিছানায় কারো প্রতীক্ষায়।
সেদিন দুপুরে আটকে গেলে বৃষ্টির মাতমে,
ডেকেছিলে তুমি,'দাঁড়াও সৈকত,একটুকু তোমার ছাতায়।'
আমি তখনও আগুনের ভয়ে,ছুটতে চেয়েছিলাম দ্রুত।
ধরে ফেললে তুমি পেছন থেকে যেন সহসা,
নিমিষেই ত্রস্ততার ঘোর আমার
কেটে গেলো যেন সেই স্পর্শে,
করতলে তোমার এসে।
যেতে যেতে শেষে গেলে বলে-
'ওগো ভীরু,-
কোনদিনতো আর বলতে পারলেনা ভালোবাসো আমায়,
তোমার জন্য আমিওতো.....
-৩১/১/১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।