স্বপ্নে এসো তুমি
- আবু নাছের জুয়েল
স্বপ্নে এসো তুমি আমার ভূবনে
বহুদুরে তুমি তবু থাকো নয়নে
কতদিন জুড়ায় না চোখ
দেখিনা তোমায়
কতদিন পাইনা চোঁয়া প্রিয়
তোমার আমার সেই প্রনয়ের৷
গভীর যখন রাএি হেথায়
শহর জুড়ে অন্ধকার
একটু আলো নেই কো হেথায়
জ্বলছে শুধু লেমপোষ্ট টাই
বুকের ভিতর পাথর চাপা
কষ্টগুলো দেয় ধরা
হারিয়ে তোমায় ফেলেছি আমি
অন্ধকারের মায়ায়৷
চোখের জলে ভাসিয়ে আঁখি
হঠাৎ যখন ঘুমিয়ে যাই
স্বপ্নে তুমি ফিরে এস
দেখে তোমায় প্রান জুড়ায়
তোমাৱ ঠোঁটের ছোঁয়ায় আমি
আবার কোথায় হারিয়ে যাই
চোখ খুলে দেখি আমি
একলা ঘরে শুধু আমি
অন্ধকারে তোমায় নাহি পাই৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।