পরাণ সখী
- রফিকুল ইসলাম রফিক

অবয়বে চাকচিক্য নেই, নেই আভিজাত্য বলয়
কাজেই, আর্থিক মুক্তি - এখানে নেই
সখীরে, বুঝে গেলি তুই
তাই, চলে গেলি তুই - ফেলে গেলি একলা আমায়।

আমার উপরটাই দেখলি কেবল
দেখলি না ভেতর; অন্তর জমিন
যেখানে সাজানে ছিলো রাশি রাশি ফুলভরা
দরদের সবুজ বাগান।
যার পুরোটাই আমি, দস্তখত করে
দিয়েছি তোরে; কিছু রাখিনি
তুই- দেখলি না তা।
আমার উপরটাই দেখলি কেবল
দেখলি না ভেতর; অন্তর জমিন।
তাই, চলে গেলি তুই -ফেলে গেলি একলা আমায়।

এর পরেও আমি -তোরে শুধু চাই
চেয়ে যাবো সারাটি জীবন
আকাশ পানে চেয়ে থাকা চাতকের মতো।
আমার বিশ্বাস - একদিন ফিরবিরে তুই
সাগরের টানে ফিরে আসা- নদীর মতো।
তখন আমারে তুই, কতটা পাবি-
ঠিক ঠিক নিশ্চিৎ -বলা যাবে না।
কারণ,সময় আমারে ঠিক- খাবলে খাবলে কতটা খাবে
মায়াহীন ক্ষুধার্ত শকুনের মতো
ঠিক ঠিক নিশ্চিৎ - বলা যাবে না
তখন,কী করবি তুই- পরাণ সখী!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।