অস্তিত্ব
- আরিফুল হক দ্বীপ

ব্যগে কি রাখছো দেখি দেখি?
কোন মণিমুক্তো নয়
হীরে জহরত পাবো কই?
এই তোমার একটা আটপৌরে শাড়ি,
গা মোছার তোয়ালে এগুলোইতো-
এখানেই আমার সোনার খনি
হীরে কুঞ্জ,বিশ্বাস করো-
(স্ত্রী হাসিমুখে)কি হবে বলো এইসবে?
এই জীর্ণময়লা বস্ত্র আমার
এসব নিয়ে যাচ্ছ কেনগো তুমি?
লক্ষী বধূ,এর মাঝেইতো আমার সুখ,
অমূল্য রতন-
তোমার গায়ের গন্ধ
দূর থেকেও পাবো তোমারে,
তোমার অস্তিত্ব-
ঘুমোতে যাবো রোজ রাতিতে
জড়িয়ে ধরে জীর্ণ কাপড়,তোয়ালে...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।