বোঝাতে পারিনি …
- সৌম্যকান্তি চক্রবর্তী

যেটুকু দিয়েছ ভালোবাসা ,
রাখতে তো তা পারিনি …
তবু আমার মনকে তো আমি
কখনো বোঝাতে পারিনি ,

জানি না কখন ভুলে গেছি হায় ,
মন বসেছিল এই কবিতায় ;
কখনো সে আসে , কভু চলে যায় ,
তাই ব'লে আশা ছাড়িনি ;
নাবালক এই মনকে তো আমি
কখনো বোঝাতে পারিনি …

আমি কভু কাঁদি কখনো যে হাসি ,
কখনো আবার ফিরে ফিরে আসি ;
আঘাতে কখনো হইনি মলিন ,
অভিমানে হাল ছাড়িনি …
আমার পাগল মনকে কখনো
তবু ও বোঝাতে পারিনি !

যা ছিল আমার অতি আপনার ,
হৃদয়েতে রাখি যতনে ;
দোষ আছে শত , তবু ও যে তারে
রেখেছি মনের গহনে ,
প্রতিকূলতায় অসহায়তায় কখনো
যে তাকে ছাড়িনি !
আমার অবুঝ মনটাকে হায়
কখনো বোঝাতে পারিনি ;

গুমরে ওঠে মনের গভীরে
ভালোবাসা বার বার ;
চলে যায় মন তোমার কাছে
বারণ শোনে না আর !
তবু ও তার , কোনো কথা আর
শুনতে তো আমি পারিনি ,
উদাসীন এ মনটা তবু ও
তোমার আশা ছাড়েনি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।