আমার পরিকল্পনা
- সৌম্যকান্তি চক্রবর্তী

কি অদ্ভুত পরিস্থিতি -
আমরা যেখানে থাকি ;
মাথার উপর খোলা আকাশ -
নিচে আগুনের ধিকি ধিকি !

তার উপরেই বাড়ি বানাই -
বানাই কত না রাস্তা !
ভুলে ও ভাবি না ন্যাড়া এ জগতে
কোথায় নিরাপত্তা !

রোজগার করি টাকা পয়সা -
ভরাই সবার পেট !
ভাবি না কখনো ভূকম্প হবে
যদি সরে যায় প্লেট -

আমি তো ভাই ঘরে বসে
করছি পরিকল্পনা -
পৃথিবীটা যদি ফুটে যায়
আর পৃথিবীতে থাকব না !

এখন থেকেই বেশী বেশী করে
ভারি করছি পকেট -
পৃথিবী থেকে চলেই যাবো ,
কিনব একটা রকেট !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।