বেঁচে আছি
- আবু নাছের জুয়েল

তোমায় ছাড়া বাঁচবো না ভেবেছিলাম
কিন্তু বেঁচে আছি
একটি আশা বুকে নিয়ে
জীবনের প্রতি ক্ষনে
তোমায় পাই নানান রং এ৷

যখন আমি পথ চলি
ঠিকানা মোর তোমার গলি
যখন আমি গান ধরি
তুমিই আমার গানের কলি
জীবনের প্রতি ক্ষনে
তোমায় পাই নানান রং এ৷

আকাশ দেখি উদাস মনে
খোলা মাঠের প্রান্তে বসে
মেঘের ভেলায় চিঠি ভাসে
আমার চোখের জলে
জীবনের প্রতি ক্ষনে
তোমায় পাই নানান রং এ৷

ক্ষুদ্র এই জীবন মাঝে
তোমায় পাই সকাল সাঝে
তোমার স্মৃতি বুকে নিয়ে
আছি বেঁচে জগৎ মাঝে
জীবনেৱ প্রতি ক্ষনে
তোমায় পাই নানান রং এ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।