নিস্তার নেই
- আরিফুল হক দ্বীপ

জানতে চায় সবে,কবে?
কতোদিন আর?
জবাব দিতে দিতে
ক্লান্ত আমি;
জানিয়ে দিয়েছি-
হুট করে বলবো একদিন,-
হয়েছি আজ ডাক্তার।'
তবুকি পাবো বুঝি -
একটুখানি নিস্তার??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।