পরিব্রাজক ফিরিবে
- তানজির উদ্দিন - দিদি
ঘোর করা মুহর্তে এসে
কে বা কারা আজো চেয়ে থাকে
নিরব মূর্তির নূতন আশে
আকাল ও অকালের দীর্ঘ হাঁকে
ঘরে ফেরে ক্লান্ত পথিক আজ
কোথায় যেন হারিয়ে ফেলে আজ
আজ এক র্শীর্ণতা কাপড়ে মুখে চোখে ক্ষীয়মান লাবণ্য ।
নাই , যদিও অনেককাল খুঁজিছে
পথে প্রান্তরে রাস্তায় রাস্তায়
বেভোল দিনের সান্ত্বনা মিটেছে
হায় তাদেরও পায়নি তায় একলায়
নিরুদ্দেশের তরে
ঘুরে ফিরে হাঁরে
আজ এক ব্যর্থ পথিক চলে নিরুদ্দেশে ।
এখনো সময় আছে বলে পথিক
ও কারা সময়ের দোলায় হাঁক
দূর দিনের ক্লান্ত পরিব্রাজক
ঘরের টানে ফিরবে হয়ত কোন এক কালে
তারপর সেই কাল মহাকালের উন্মেষে অবহেলে
চলে যাবে কোন এক ঘরের অনির্দিষ্ট প্রহরের শেষ ক্ষণে ।
শেষ ক্ষণে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।