কোন এক জ্যৈষ্ঠে
- পথিক সুজন
কোনো এক জ্যৈষ্ঠে
সুজন হোসাইন
কোনো এক জ্যৈষ্ঠের রঙিন
বিস্তৃত রৌদ্রের দুপুরে.....
দোয়েল,শালিকের শুভ পালকে
চকিত হিজলের বনে
দুই ডানা ঝেড়ে....
গেঁথেছিলে মালা যতন করে ।
দেবদারু,দারুচিনি বনে-বনে
ফুটেছিল স্ফটিকের মত ফুল
ভালোবাসার পরশে-পরশে ।
হাজার বছর ধরে নীল
আকাশের নিচে বিছিয়ে
ছিল ঘাস ফুলের বিন্যাস ।
গাঢ় অন্ধকারে প্রাণের উল্লাস ।
স্বপ্নের জানালায় নূপুর বাজিয়ে
হয়ে ছিলো প্রেমো অভিলাস ।
বয়:সন্ধি দিবসের অন্তিমে
ভোরবেলার যেই জল
নক্ষত্রের সিঁড়ি বেয়ে
পৃথিবীর পথে-পথে
এসেছিল একদিন নেমে ।
এই সব হঠাত্ করে যেন
বিস্মৃতির পথ ধরে
হতে চায় অচিন ।
ভুলে যেতে চায় রৌদ্রের ঘ্রাণ
ভুলে যেতে চায় জ্যৈষ্ঠের দিন ।
০১ ই জ্যৈষ্ঠ ১৪২২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৯-০৫-২০১৫ ২০:৪৮ মিঃ
এই ওয়েবে আমি নতুন ।আমার একটি কবিতা পোস্ট করলাম ।সকলের মতামত আশা করবো যাতে করে অনুপ্রেরণা পাই ধন্যবাদ সবাইকে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।