একান্ত আপন
- সৌম্যকান্তি চক্রবর্তী
যদি ও মনের দখিনা দুয়ার
খুলেই রেখেছিলে ,
সেই পথে আমি প্রবেশ করিনি ;
প্রকৃত প্রেমে মনের শক্তি খাটে ,
তাই সে পথের পরোয়া করিনি ;
তুমি চেয়েছিলে বন্ধুরূপে পেতে !
সে রূপেই তাই দিয়েছিলাম ধরা ,
আমি চাইনি তো তোমার অনিচ্ছা !
চেয়েছি তোমার খুশি বাঁধনহারা ;
মনে পড়ে যায় অমূল্য সব স্মৃতি -
দুজনের সেই বার বার দেখা হওয়া !
মতের বিরোধ যদি ও মাঝে মাঝে ;
প্রীতি বিনিময় যেন শীতল হাওয়া ;
তবু ও জানি না কেটে গেল কেন সুর ?
জীবনের পথ পৃথক হয়েই পড়ে !
আজ দুটি মন আছে বেশ দূরে দূরে !
স্মৃতিগুলি শুধু আছে মনখানি জুড়ে ;
অম্লমধুর সেসব কথোপকথন -
মধুর স্মৃতি থাক না আজ গোপন ;
রাখবো সেসব হৃদয়ের এক কোনে !
সেইসব স্মৃতি মোর একান্ত আপন ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।