আছি অপেক্ষায়
- সৌম্যকান্তি চক্রবর্তী
মাগো ,
যাত্রাদলের সঙ্ সেজেছি ;
করছি অভিনয় !
কবে যে শেষ হবে এ রোল ,
আছি অপেক্ষায় !
মাগো ,
তোর চরণে ঠাঁই নেব মা ,
দিসনে আমায় ঠেলে !
যবে অগ্নিশিখায় ঘুমাবো মা ,
নিসরে আমায় কোলে !
মাগো ,
আর যে থাকতে পারছি না রে ,
এই পঙ্কিল সংসারে !
যেখানে তুই আছিস আর স্বৰ্গ আছে
সেখানে নিয়ে যা রে !
মাগো ,
মন্ত্র তন্ত্র জানিনে গো ,
অর্ঘ্য দিই তাই অশ্রুজলে !
নিয়মকানুন শিখিনি মা তাই ;
ফুল দিই তোর পদকমলে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।