দৃপ্ত তুমি জননী
- রুদ্র রহমান - জননী

ধূসর মেঘমালা আকাশে শোভিত ;
নিস্তব্ধ, নিথর পুকুরের নষ্ট জল ।
সবাই ঘুমিয়ে অবচেতনে বিছানায়,
তুমিই শুধু উনুনে বসে, ক্লান্তচোখে ।

ক্লান্ত চোখেও যেন সজীব
অনুভূতি ; বিমূর্ত চোখের
পাপড়ির চুলের গোছাটি ।

তুমি সব শুঁষে নাও ।

কখনো কষ্ট, কখনো জল
তবুও তুমি উতরোল যৌবনা,
দীর্ঘ তোমার চুলের বেণীর রাশি
ভালবাসার ছোঁয়া এসে চলে ভাসি ।

খোকার দূঃখে তুমি দূঃখী,
সুখে তুমি আবার খুশি ।

কখন খোকা কি খাবে?
কখন সে কোথায় যাবে ,
তোমার চোখের বিনুনিতে
সাজানো আছে রুপরেখাতে ।

ধৈর্য্যের সারথী বেশে নেমে এ
উষর মহীতে সঁয়েছো কত জ্বালা,
কত কষ্ট পেয়েছো আগে পরে ,
জগত ভরে ;
তবুও যাওনি মাড়িয়ে এ সংসার ধর্ম ।

বাঁচতে শিখেছো, খোকার বদনে
চেয়ে, মুছতে চেয়েছো ভাগ্য রেখা
নিজের মাধুরী দিয়ে রংতুলিতে ।

এখনো পারি নি ;
তোমার সেবা করতে ।
পারি নাই একটু সুখ এনে
বিলিয়ে দিতে তোমার জীবনে ।

যতদিন বেঁচে আছি,
এ ভবের শিকড় আঁকড়ে,
আমি আছিতোমার পাশে
মাগো তরু সারথী রুপে ।

_____________

আমার মা সহ, পৃথিবীর
সকল মায়ের জন্য উৎসর্গ ........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।