প্রিয়ন্তী
- পথিক সুজন
প্রিয়ন্তী
সুজন হোসাইন
খুঁজেছি তোমায় আমি ধুলো মাখা পথে
প্রিয়ন্তী তোমার চোখে শত মুক্তা দানা
আগুন গলিয়ে ঝরে;বুক করে ফানা
হৃদয়ে স্পন্দন জাগে রাগে অনুরাগে;
পথের ধুলো'ই প্রেম স্বপ্ন ছবি আঁকে
মনের দুয়ার খুলে আসতে কি চাওনা ?
অধীর আগ্রহে আঁখি পলক যে পড়েনা
আদর সোহাগ মাখা ঐ যে দু'টি হাতে ।
মিটাবো মনের আশা হয়ে একাকার
পিয়াবো মধুর রস খুব ধীরে-ধীরে
অপূর্ণ হৃদয় হবে পূর্ণ যে আবার
গাইবে সুখের গীত কুহু-কুহু সুরে
তোমাকে চাইবো আমি শুধু বার-বার
ধরণীর অচিন পথে লাল শাঁড়ি পরে ।
19/05/2015
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।