বর্ণালী জীবনে
- মনিরা বাকী ০৯-০৫-২০২৪

মুঠো ভরে জীবন নিয়ে ফিরেছি
নানা বর্ণ,গন্ধে, আকৃতিতে ভরপুর
বিচিত্র এক জীবন নিয়ে ফিরেছি !

রোজ যেখানে ছিল; সেখানটাতেই আছে ।
একটু দূরে কিংবা একটু কাছে ।
একটু নোনা কিংবা একটু মিষ্টি;
একটু শুষ্ক কিংবা একটু বৃষ্টি ।

ভরপুর এক জীবন নিয়ে ফিরেছি ।
ভালবেসে আসল-নকল চিনেছি;
সৃষ্টি দিয়ে বৈরি বাতাস কিনেছি;
যা ছিল ঐ ঘন কালো মেঘে,
যা ছিল ঐ বৃষ্টি ভেজা আবেগে !
সবটুকু তার গরল মেঘে ঢেকে,
জীবন নামের ক্যানভাসে যাই এঁকে;

আলোকছটায় রঙগুলো তার বেঁধেছি;
হিল্লোলেতে গাঁথা ছিল মনটা,
কচি ঘাসে ছড়িয়ে গেলাম ক্ষণটা;
এই দেখে যাও আহ্ললাদি এক জীবন কিনে ফিরছি ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।