শুন্যতায়
- মনিরা বাকী

সময় দেখিয়ে যাবে সবই,
রেখে যাব সবটুকু সময়েরই খাতায়;
তবু যদি কাক ডাকা ভোরে মনে হয়,
যদি পড়ন্ত বিকেলে শূন্যতায় কেঁদে ওঠে বুক !
যদি ফাঁকা মনে হতে থাকে খুব বেশী জনতার স্রোতে-
ফেল না !
আমাকে ভেবে তবু জল ফেল না !
কচুরিপানার মতো ভেসে যাওয়া স্রোতে-
আকণ্ঠ ডুবে থেকে যদি মনে হয়,
না নেই !
কি জানি কি ছিল !
আসনটা জুড়ে যেন আজ কেউ নেই !
চোখের কোনে হয়তোবা জল জমা হবে; হয়তবা না ।
ঠিক সেভাবেই থেকে যাবে; আজ যেমন ছিল,
শুধু মনে রেখো শুন্যতা বুক জুড়ে যেন না পায় ঠাই ।। (নামকরনে কৃতজ্ঞতা দাদাই তানজির উদ্দিন)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

০৯-০২-২০১৪ ০৩:০২ মিঃ

(সুবাস)দাদাভাই আমার প্রনাম জানবেন ।আপনাকে এখানে পেয়ে আমি খুবই আনন্দিত

০৯-০২-২০১৪ ০৩:০১ মিঃ

অনির্বাণ দাদাভাই অনেক খুশী হলাম আপনার ভাল লেগেছে জেনে

০৯-০২-২০১৪ ০৩:০০ মিঃ

হুম দাদা রাজু যোগ করে নিয়েছি :)

০৯-০২-২০১৪ ০২:৫৯ মিঃ

:) @দাদাই

২৩-০১-২০১৪ ২৩:৫৬ মিঃ

ভালো লাগল ।

০৫-০৮-২০১৩ ১২:৪০ মিঃ

"যদি পড়ন্ত বিকেলে শূন্যতায় কেঁদে ওঠে বুক !
যদি ফাঁকা মনে হতে থাকে খুব বেশী জনতার
স্রোতে-
ফেল না !
আমাকে ভেবে তবু জল ফেল না !"


জটিল, জটিল, জটিল .......

২৮-০৭-২০১৩ ২০:০০ মিঃ

তোমাদের দাদা দিদির মাজে এই ছোট্ট ভাইকে যোগ করে নাও|| আমি কিন্তু ফেবুর *একটিমনের একটি মানুষ*

২৩-০৭-২০১৩ ০৮:২৭ মিঃ

কি করলে দিদি !