মায়ের দিবস
- সৌম্যকান্তি চক্রবর্তী
বলতে পারি না মনের ব্যথা -
এমন সুহৃদ বন্ধু পাবো কোথা ?
এমন বন্ধু একজনই -
আমার প্রিয় জননী ..
স্বার্থহীন ভালোবাসা -
আর স্নেহ -
মা ছাড়া আর ,
দেবে কেহ ?
মা শেখান মূল্যবোধ
আর সামাজিকতা -
মায়ের মুখের কথা শুনেই
আমরা শিখি কথা !
আমার কাছে সব দিন
যেন হয় মাতৃদিবস !
মায়ের প্রতি ভালোবাসা
যেন থেকে যায় নিরলস ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।