আজ সারাদিন তুমি আমার হবে
- আরিফুল হক দ্বীপ

তোমার একটি কানের দুল,
পেটে আমার করছে মিছিল।
আরও কিছু গিয়ছিলো কিনা
নেশার ঘোরে বুঝতে পারিনি -
কখন হলো ঝড়ো বাতাস,
কাচ ভেঙে গেছে জানালার,
কখন হলো মিটমাট তোমার দাবীদাওয়ার।
শুধু ভোরে দেখি চেয়ে-
তোমার অন্তর্বাস পড়ে আছে,
নিঃশ্বাসের কাছে আমার।
ভেবেছিলাম তোমায় পাবো এই ভোরের হাওয়ায়।
তখন তুমি শাওয়ারের আলিঙনে,
রুমালে মুছে শরীর,
বস্ত্রাবৃত হলে।
তারপর এলে এক টুকরো হেসে,
বেড টি হাতে তোমার।
ভাবছি তখন ঘুমের ছলে-
নিবোনা পেয়ালা,
ছাড়বোনা তোমায় আজ।
রাস্তায় জ্যম,ছুটি নিবো ফোনে,
আজ সারাদিন তুমি আমার হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।