অসভ্যতা
- আরিফুল হক দ্বীপ

তোমাকে খোলামেলায় বরং লাগে ভালো,
তবে যদি হয় রাতের মদে-
পেয়ালা ধরে আছো মুখে,
বাতাসে গন্ধ শূরার
যেন তোমার অমিয় ঠোঁটের স্বাদ।
পাগল করে তোলে আমায়-
নারীদেহ তোমার।
ঢুলঢুল চোখে দেখি অপ্সরা,
নেশাধরা আঙুল খেলে ব্রায়ের হুকে,
কিংবা পেটিকোটের ফিতায়,
মেতে উঠি তারপর অসভ্যতায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।