বাংলার বধূ-৩
- আরিফুল হক দ্বীপ
মোরগের ডাকে ভোর হলোরে-
ভাঙলো যে ঘুম তাদের,
বধূর বুকে লাগলো ব্যথা
সখা যাবে মাঠে ফের।
পান্তা ভাত মুখে দিলো,
মরিচ পোড়া আর নুন
কৃষাণ ডাকে বউগো কোথায়?
একটু খানি শোন্।
মাখিয়ে দেনা তোর হাতেতে,
নইলে মধু নাই;
মজা বিনে খাই কবে বল-
একটু খানি আয়।
বালিশ ভিজায়ে কান্দে বধূ,
আসবে না তার কাছে
এতো বেলা থাকে পড়ে,-
পরান নাইগো বাঁচে।
ফুল বধূরে মিশায়ে বুকে
যখন করলো আদর,
মাখায়ে দিলো ভাতটি তারে
মুখেতে হাসি ভর।
তারপরেযে কৃষাণ ছোটে-
সূর্য ওঠার আগে,
বধূ তার নখটি কাটে
নিশির স্মৃতি জাগে।
৩/৩/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।