প্রতারণা
- আরিফুল হক দ্বীপ
খদ্দের গেলো ভেতরে,
আলো আঁধারির খেল ঘরে-
মেয়েকে শোয়ালো বিছানায়,
বিবস্ত্রা করলো।
তারপর-
চুমু খেলো,
ঠোঁটে
স্তনে
নাভিতে
খামচে দিলো পিঠ,
নিতম্বে চষে বেড়ালো হাত।
ইচ্ছেমতো ভোগ করলো শরীর,
তৃষ্ণা মেটালো পুরুষ।
তারপর যখন-
মেয়ে নিজেকে গুছিয়ে নিলো কাপড়ে,
হাত বাড়িয়ে চায়লো-
অনেকতো নিয়েছো পুরুষ,
এবার করো খুশি আমায়।'
অবোধ বালকের মতো খদ্দের-
যেন বের করলো মানিব্যগ।
ছিনতাইকারীর মতো-
মেয়েটা দ্রুত ছিনিয়ে নিলো তার ব্যগ।
ভালো করে খুঁজে দেখলো-
একটা কানাকড়িও নেই!
ফুঁসে উঠলো রমনী
সর্পের মতো।
কলার টেনে ধরে তার,
আগুন তাঁতানো দিলো গাল।
'কোথায় যাবি তুই?
মনের জোশ মেটাতেতো আমি বেচিনে দেহ,
নিত্য করে যাই ভাতের তালাশ,
মেটালি তুই দেহের ক্ষুধা,
আমারযে ক্ষুধা পেটে।
রেখে দেবো সব তোর,
দেবো না বেরুতে-
দেখি,কোথায় আজ যাবি তুই?'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।