মৈথুন
- আরিফুল হক দ্বীপ

পাঁচ আঙুলেই লুফে নেয়
তার শরীর;
রৌদ্রে পুড়ে,
আগুনে
তারপর অগ্নিগিরির লাভায়।
দুরন্ত সব শক্তিতে-
পাঁচ আঙুল চায় ভাঙতে।
কি খুঁজে বেড়ায়?
কি চায় তার পুড়ে যাওয়া বুক?
নারী,নারী,শুধু নারী।
তবু হারতে বসে
নারী সুদূরে-
ফেলে আসে ঝড়,
ক্ষুব্ধ আগুন বিপ্লব,
ভেসে যায় ড্রেনে নর্দমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।