বাংলার বধূ-৪
- আরিফুল হক দ্বীপ
হাট থেকে ফেরে কৃষাণ,
ডাল নুন সদাইপাতি
সন্ধ্যে হয়ে আসে বাটে-
বধূ জ্বালায় বাতি।
চৌকিতে বসে সোনার বধূ,
কৃষাণ কাছে আসে
পায়ে পড়ায় রুপোর নূপুর-
বধূ ঠোঁটে হাসে।
গলায় প্রিয়ার পুঁতির মালা
হাতে কাচের চুড়ি,
প্রিয় তারে মিশায় বুকে-
যেন আহা পরী।
বলো সখি বলবে কি গো
মরেছিলে লাজে,
তোমার কথা শুনবো ভেবে-
মন বসে নি কাজে।
তোমার মতন একটি সোনা,
পেটে আমার বাড়ে
তাইতো আজ খেয়েছি কুল-
মাথা ঘুরে ঘুরে।
এই খুশিতে বধূরে সখা,
নিলো কোলে টেনে
ভালোবাসা ছিলো যতো-
দিলো মনের টানে।
৩/৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।