বিষণ্ণতার প্রলেপ
- পথিক সুজন

বিষণ্ণতার প্রলেপ
সুজন হোসাইন
দিনের আলো ক্রমশ নিভে
চারদিক গাঢ় অন্ধকারে ছেয়ে যাচ্ছে ।
বারান্দার গ্রিলে বাবুই দু'টির
কর্কস আর্তনাদ !চোখ জুড়ে
বিভিষিকার কালো ছাপ ।
চেহারার অবয়ব শংকিত,কুণ্ঠিত ।
ধূসর পৃথিবী চুপি চুপি তলিয়ে
যাচ্ছে সুহৃদ জানালার গভীরে ।
শ্যামল এই বসুন্ধরার দিকে
তাকালে বোঝা যায় ঢের বয়স হয়েছে ।
রাতের অন্ধকারে নক্ষত্রের নিচে
রুপালি জোছনার হলি খেলা;
চাঁদ,তারার মিছে লুকোচুরি ।
কলমিলতার ডগায় শিশিরের
ফোঁটা কবেই শুকিয়ে গেছে
এখন আর বোঝা যায় না ।
তারপর,কিছু স্বপ্নেরা এখনো
সতেজ মৃত্তিকার বুকে অঙ্কুরের
অপেক্ষায় ।
পৃথিবীর ঢের বয়স এখন;
তবুও দেখলে বোঝা যায়
শতবর্ণ রঙের অনিন্দ্য ঝলকে
ধীরে-ধীরে হারিয়ে যাচ্ছে
সেই সুবার্চীন সাদাকালো ।
প্রতিনিয়ত ছেয়ে আসছে আঁধারের
গায়ে বিলকস বিষণ্ণতার প্রলেপ ।
14/04/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।