একদিন দেখেছি যারে
- পথিক সুজন

একদিন দেখেছি যারে
সুজন হোসাইন
একদিন দেখেছি যারে
পুষ্প-কাঁননে শত দলের ভিড়ে
হেমন্তের হিম বিকেলে
ঘাস ফুলের ভাঁজে-ভাঁজে-----
কনকচাঁপা আর শিউলির নীড়ে ।
তিমির রজনীর গোধুলী-আধারে
পৃথিবীর পথে দেখেছি যারে
সাঁজদ্বীপ জ্বেলে হাতে------
জোনাকির মত নক্ষত্রের নিচে ।
তারেই যেন দেখেছি আমি
নিশীথের ছায়া-কুহেলিকায়
শরতের ভোরে দুরন্ত কিশোরীর
কাঁনন বালার রাগিনী সুরে-----
পুবের আকাশে রক্ত শিখায় ।
আঁকা বাঁকা গিরি পথে-----
দেখেছি তারে দু'চোখ মেলে
অসীম আধারে প্রান্তরে-প্রান্তরে
দেখেছি যেতে বনপথ ধরে ।
তবুও যেন ব্যথিত হৃদয়
কেঁদে ওঠে বার-বার-----
আজো কেন দু'চোখ শুধুই তারে
খুঁজে ফিরে কোন্ সুদূরের তরে
একদিন দেখেছিল যারে ।
02/04/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।