নকলের ভীড়ে
- রফিকুল ইসলাম রফিক

মিশে থাকা গাঢ় নীল -সবুজ ফসলের সাথে
অনাকাঙ্খিত অবাঞ্চিত আগাছার মতো
তরতাজা হচ্ছে কেবল
মিথ্যায় সাজানো সব, জীবনের উদ্ভট বালাই।
ওরাই পুষ্ট আজ সময়ের মাঠভরা সবুজ
খাঁটি আর নেই খাঁটি - দানাহীন অসারী ফসল।

তাই আজ ঘর নেই ঘরে -হয়ে গেছ পর
জমাট জলধি জুড়েও বয়, মায়াহীন সময়ের জ্বর
অন্তরে, অন্তর দাহ
মন তাই কাঁদে অহরহ
বিকারগ্রস্ত মাথা তাই দিশাহীন
ভালো আর মন্দের নামটুকু - সেটিও বিলীন
এক আর দুই তার, নবতর রুপ -লেটেষ্ট মডেল
দুইয়ের আঘাতে এক চুপিসারে সরে রয় দূরে
আসলের রুদ্ধ পথ নষ্ট সব নকলের ভীড়ে।
২২/০৫/২০১৫।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।