পৃথিবীর পথে
- পথিক সুজন
পৃথিবীর পথে
সুজন হোসাইন
আমি সতত চলেছি পথ
ধূসর পৃথিবীর পথে......
খুঁজেছি গহিন অরণ্যে
আর ভেবেছি ...শুধুই ভেবেছি
কতদিন তুমি আর আমি
হয়নিকো দেখা;আধো ফোঁটা চাঁদ ।
কার্তিকের রাত্রে ছড়িয়ে পড়ে
যখন হিমেল কুয়াশা হিজল ডালে
তখনো আমি পৃথিবীর পথে
অবরিত নক্ষত্রের স্রোতে
হয়নিকো প্রেমের তরী ভাসানো ।
আধো আলো ;নিভু নিভু জোনাকি
দক্ষিণ সমীরণ;খোলা ছাদে ।
ঘাসের বুকে হেয়ালি স্নিগ্ধতায়
হয়নিকো বসা একসাথে ।
নীল সেই শাঁড়ি;সেই অভিসার
অন্ধকারের বুকে নির্ঝরিত
পাখির পালক;তথাপি ভিন্ন দুটি হৃদয় ।
সময়ের হাত ধরে পৃথিবীর পথে
ধূসর আলোই বদলে গেছে ।
তবুও সেই পথে চেয়ে আছে
সোনালী বাঁকা চাঁদ ;মিশে
আছে শিশির চাঁদর ।
এখনো অন্ধকারের বুকে
ঝরে পড়ে পাখির পালক ।
23/03/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।