পল্লী মা
- পথিক সুজন

পল্লী মা -
সুজন হোসাইন
আজি কেন এত রোষ
নীল প্রণয়ের শেষ বেলা
তবে কি সাঙ্গ করেছ ?
জীবনের সব রঙ্গলীলা ।
এই তো সেদিন এলে
কাঁদিতে কাঁদিতে স্নেহময়ী
মায়ের শীতল আঁচল তলে ।
এই সবুজ শ্যামল প্রকৃতির
রুপ দেখিলে দুচোখ মেলে ।
ছাড়িয়া শৈশব ধীরে-ধীরে
হাঁটি-হাঁটি পা করে বেড়ে
উঠিলে এই মমতায় ঘেরা
পল্লী মায়ের স্নেহের আদরে ।
যেখানে বিস্তৃত সবুজ বনভূমী
অবারিত ফসলের মাঠ
যাহারে তুমি করেছিলে আপন
আজ কেন তবে তুমি
তাহারেই ছাড়িয়া কেমনে
করো মরণে আপোস ।
এই পথের বাঁকে
যেথায় বট গাছ;
সেথায় ছিল তোমার
নিত্য পদাচারণ ।
দক্ষিণা বাতাস,
পাখির কলতান;
সুখরচিত পরিবেশ
আজ তুমি কেমনে ভুলিলে
তবে কি আজ দুচোখ মুদিলে ?
ঝরিয়াছ কত ঘাম;
করিয়াছ কত নতুনরে সৃজন
এই অনাবৃত মৃত্তিকার তরে
তবে কেন আজ তাহারেই
করো অতিশয় আপন ।
আজ এই বিদায় বেলা
মিছে স্মৃতিচারণে
ভাসিয়ে সজল আঁখি
জীবনের শেষ প্রান্তে এসে
দেখিতে ইচ্ছে হয় একবার
ক্লের্দাত পল্লী মায়ের মুখ ।
অতিব আদরে থাকিতে চাই
আমি সারা জীবন ভরে
ঘুমিয়ে খুব যতনে
পল্লী মায়ের কোলে ।
10/09/14


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।