কবিতার সন্ধ্যানে
- পথিক সুজন
কবিতার সন্ধ্যানে
সুজন হোসাইন
........
রাতের গাঢ় অন্ধকার থেকে
শুরু করে নভোনীল সাগরের
উত্তালে ;সবুজ দিগন্তে ছায়াছন্ন
দৃষ্টি মেলে চেয়েছিলাম কবিতার
সন্ধ্যানে ;লিখবো একটি কবিতা ।
নীলাম্বের পরতে-পরতে লাল-
সাদা মেঘের ভাঁজে-ভাঁজে;
সূর্যতারা বিঁথীর অভয়া অরণ্যে
অনবদ্য কথার মিষ্টি গাঁথুনিতে
চেয়েছিলাম একটি কবিতা ।
অথছ ;সময়ের নির্মম আঘাতে
আমার আকাশ কালো হয়ে গেছে ।
তবুও আমি সচেতন ;রোজ যখন
রাত্রি শেষে কণকলতা,মুক্ত পালক,
পাতা অবরিত ঝরে পড়ে
শিশির নিঃসৃত শুভ ভোরে
তখনো লিখতে চেয়েছি
শৈল্পীক হাতে একটি কবিতা ।
সময়গন্থির সনাতন বিদ্বেষের
ক্লান্তি মাড়িয়ে নীলকণ্ঠ
পাখির পালকে-পালকে ।
পৃথিবীর যত গ্লানি নির্ঝরিত
প্রাণে রক্তনদী হয়ে সজ্জন
সোনালী রৌদ্রে মিশে সহজে
প্লাবিত করছে আমাকে ।
নক্ষত্রের স্রোতে ভেসে যাচ্ছে
সব কবিতা,সব শব্দ ঝংকার
সুবর্ণ নারীকে ভালোবেসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।