বদলে যাচ্ছি বুঝি
- রুদ্র রহমান - বদলে যাচ্ছি
সুখ আঁকি হৃদযন্ত্রের ব্লগে
মুছে ফেলি বিরহের রিপোর্ট,
গন্ধ শুকতে শিখেছি ;
বেশ গন্ধ খোরও হয়েছি ।
বাসের বিষাক্ত লাভাগুলি চুষতে
পারছি রাজধানীর সড়কে -
ফ্লেভারের আয়ু কমছে,
বেড়ে যাচ্ছে তাপমাত্রার ইনিংস ।
ধনাত্মক বিগ্রহের ছেড়া পাতা
লিপিবদ্ধ মনের অলিন্দে -
শুকনো কোষ গুলি ফেঁপে ওঠে
গন্ধে গন্ধে ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।