ভালবাসা তুমি?
- রুদ্র রহমান - ভালবাসা
ভালবাসা তুমি?
মায়ের হাতের সেই ছোঁয়া,
যা কৃত্রিমতা বর্জিত।
ভেজাল মুক্ত!
ভালবাসা তুমি?
বাবার সেই আদর মাখা হাত
স্নেহডোরে বাধাঁ,
যা সহজলভ্য নয়!
ভালবাসা তুমি?
ভাইয়ের সেই শানিত কথা
যাতে সুখের আভাস,
যা প্রদীপ্ত, শীতল।
ভালবাসা তুমি?
বোনের সেই স্নিগ্ধ চুমু
যা পাষাণ হৃদয়ে ফোঁটায়,
ফুটন্ত ফুল।
ভালবাসা তুমি?
বন্ধুর কাধেঁর সেই হাত,
যা অসার জীবনে আনে
চলমান রেখা।
ভালবাসা তুমি?
বান্ধবীর সেই অভিমানের
ভাঁজে,
মিষটি দুষ্টুমির খেলা।
যা সত্যিই অভূতপূর্ব।
ভালবাসা তুমি?
বেলোয়ারি হাসি, অকৃত্রিম সুখ।
যার স্নেহ ডোরে এ হৃদয় মন্দির
আলোকিত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।