হৃদয়ের টানে
- রুদ্র রহমান - বন্ধু তোমার
বন্ধু তোমার মুখের হাসি,
বড্ড আমি ভালবাসি।
বন্ধু তোমার একটু রাগ,
মনের কোণে ফেলে দাগ।
বন্ধু তোমার একটু ছোঁয়া,
ঢেলে আনে অনেক দোয়া।
বন্ধু তোমার চোখের পানি,
চোখে আমার ফেলে ছানি!
বন্ধু তোমার ভুরুর পাশে,
ভালবাসার ছন্দ হাসে।
বন্ধু তোমার মধুর বাণী,
মন আমার করে হানি।
বন্ধু তোমার দৃপ্ত হাসি
মনে আনে সুখ,
চোখ বুঁজে নিবিড়ে
ভুলে থাকি দুখ।
বন্ধু তোমার কান্না
হৃদে ঢালে বিষ,
তখন শুধু তোমার কথা
ভাবি অহর্নিশ।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।