শনি
- রুদ্র রহমান
জীবন মন্দিরে জেগেছে শনি,
যত বড় হও লাভ কি ধনী!
পৃথিবী তোমার চায়না সুখ,
আটকাবে কে আসছে দুখ!
কঠিন সময় দিচ্ছি পাড়ি,
বন্ধুরা সব করলো আড়িঁ।
জীবন এখন তপ্ত বালু,
নেই যে কোন সুখ,
ঘুরে ফিরে সেই তুমিই,
দিয়ে গেলা দুখ!
ভালবাসা ভালো নয়,
প্রেম সেতো অভিনয়!
ভালবাসার শেষ ফল,
ছাতি ফাটা চোখে জল!
কষ্ট কি ভাই বুঝিনি তো
আগে, জীবনে ছিল সুখ
যেন সব ভাগে।
মানুষের ভাল করা মহা বড়
পাপ, পিয়াসার যাতাঁকল
বুকে মারে ছাপ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।