অবাধ্য জীবন মন্দির
- রুদ্র রহমান
অসীমত্ব_
এই হৃদ,
বুদবুদে ছেঁড়াপাতা
অবাধ্য জীবন মন্দির ।
চোখের ধার ঘেঁসে,
কালি জমেছে।
সত্যিই, আজ জীবন
টাটকা গোলমরিচ!
যার ঝাল মিটিয়ে
যাচ্ছে বেঁচে থাকার,
আশা, সপ্ন, ভরসা ।
চন্দনের সুভাষ ছড়িয়ে,
ফুটেছিলাম ।
চোখ ধাঁধার মাঝে ফেলেছি
কত মনুষ্য সন্তানের,,
সেই আমি আজ,
থাক না বলি,
টিফিনের সময় হয়ে গেছে,
আরেকদিন বলবো!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।