রাত্রি
- পথিক সুজন
রাত্রি
.....
.......সুজন হোসাইন
....
নিথর রাত্রি মৌন চুপ;চোখ জুরে
অধর ক্রান্তি ।ঝুম-ঝুম বৃষ্টি শেষে
সপ্তক নিশি বুকে মধু চন্দ্রা ভাসে
মূর্ছিত রাত্রে ব্যাকুল হৃদয় শিহরণে
অবাদ্য দৃষ্টি মিশে যায় ঐ নয়নে ;
হৃদয় স্পন্দনে নক্ষত্রের ঢেউ ভাসে
প্রণয়ে খুন-সুটি হবে প্রেমো অভিলাসে
স্বপ্নের গহিন হৃদে প্রেম উথরে পড়ে ।
অব্যক্ত কথায় ওঠে ঐ মৌন ঝংকার
এমন রাত্রে তুমি শুধু থেকো সাথে
অজানা সুখে ছুঁয়ে যাবে বার-বার
কুণ্ঠিত হৃদয় ।অনার্বিত শূণ্য হাতে
আসতে চাই ফিরে তবুও প্রতিবার
নিথর রাত্রির মায়াবতী সেই পথে ।
...
18/05/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।