হতাম যদি তুমি আমি
- পথিক সুজন

হতাম যদি তুমি আমি
-----
-----------সুজন হোসাইন
-----
তুমি আমি যদি এক হতাম
তবে কত ভালোই না হতো ।
এই ধানসিঁড়ি নদীর বুক
চিরে দেবদারু আর ঝাউয়ের
বন পিছনে ফেলে হারিয়ে যেতাম ।
যেখানে নীলাম্বরী সবুজ দিগন্ত
ছুঁয়েছে;ঠিক সেখানে যেতাম ।
চুঁড়ই,শালিক,দোয়েল,ফিঙ্গে
মনমাতানো গানের সুরে-সুরে
সারাদিনমান ডাকবে নাম ধরে ।
তবে কত ভালোই না হতো ।
তুমি আমি যদি এক হতাম
তবে যেতাম সেই দেশে
যেখানে রোজ ঘুম ভাঙ্গে
ফুল পাখির মিষ্টি কলতানে ।
নেই কোনো অবকাশ;নেই কোনো
অবক্লান্তির দীর্ঘশ্বাস ;আছে
শুধু সুখ আর শান্তি সর্বময় ।
তবে কত ভালোই না হতো ।
তুমি আমি যদি এক হতাম
সৌরজগতের আহিক গতির
মাঝে সরল কক্ষপথে একটাই
নক্ষত্রপুঞ্জের আলোকছটা ।
তবে সর্বদায় থাকতাম মিশে
দুজনে শত আলোক বর্ষধরে ।
তবে কত ভালোই না হতো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।