প্রিয়াহারা শূন্য বুকে
- আরিফুল হক দ্বীপ
ওইযে বক উড়ে সারাদিন ব্যস্ত পাখনায়,
এ প্রান্ত হতে ও প্রান্তে যায়
কাহার লাগি মন এমন ব্যকুল?
আহার খেতে আসে না আর এই জলাশয়ে
শান্ত পুঁটিরা আশ্চর্য সব বেঁচে গেছে তাই-
কাঁদে একা বক,বসে বটের ডালে।
প্রিয়াহারা বুক- কেমনে ফেরে নীড়ে,
চারদিকে সন্ধ্যা আসেযে ঘিরে-
তবু,তবু সে আজ ফিরবে না এই নীড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।