পরশপাথর
- আরিফুল হক দ্বীপ
ভোর হলে আমার মুখোমুখি হও তুমি,
আমি তখনও নিদ্রায়
তোমার ঠোঁটের চুম্বন;
দীর্ঘ রাত্রির স্বপ্ন ভেঙ্গে-
খুলে আমার দুচোখ।
খোলা জানালায় আলো,
............দেখি কার মুখ?
বহু রাত নির্ঘূম থাকার পর-
লুফে নিয়েছে প্রেমিক এক পরশপাথর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।