একি জিত নয়!
- রুদ্র রহমান

মনটা বেঁকে গেলো ফিসপ্লেট
উপড়ে পড়ে -
চুইয়ে পড়ছে চিবুকের জল,
নাহ, আমার ইচ্ছে মতোই
আমার সাম্রাজ্য গোছাবো
প্রোগ্রামিং করার সময় নেই,
নেই তলিয়ে ভাবনার -
তবে, মনটি এখন নেই
একটু আগের বন্দরে,
পিছিয়ে পড়েছে বহুদূরে ।
আবেগে আপ্লুত হতে
এখনো ভুল করিনা -
এই আমার স্নায়ুবিক রোগ ।
তবুও, চলি রাজধানীর থলেতে
উপর্যুপরি চোখের উষ্ণ লাভার
সলতে সলতে -
গোগ্রাসে গিলি পিছনের পথ
পথ খুঁজি আগামীর -
যা আমাকে বাঁচিয়ে রবে
ঐ পৃথিবী নামক গ্রহের বুকে
আমৃত্যু ......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।